ফেসবুকে পরিচয় গড়ে ওঠে দুই কিশোরীর—একজন কলেজপড়ুয়া, অন্যজন স্কুলছাত্রী। সম্পর্কের টানে তারা ঘর ছাড়ে। সিরাজগঞ্জের কলেজছাত্রী ও খুলনার স্কুলছাত্রী পরিকল্পনা অনুযায়ী প্রথমে ঢাকায় এসে দেখা করে। সেখান থেকেই তাদের যাত্রা সিলেটের কোম্পানীগঞ্জে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জের সাদাপাথর রিসোর্টে তারা এক রাত অবস্থান করে। শনিবার নতুন করে থাকার জায়গা খুঁজতে বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হেফাজতে নেয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করে।
ওসি রতন শেখ জানান, রবিবার সন্ধ্যা পর্যন্ত দুই কিশোরী থানার হেফাজতেই ছিলেন।
পুলিশ আরও জানায়, খুলনা থেকে আসা কিশোরীর ব্যাগ তল্লাশি করে লক্ষাধিক টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।
ওসি রতন শেখ বলেন, ফেসবুকের পরিচয়ের সূত্র ধরেই দুই কিশোরী প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘর ছাড়ে। পরিবারের সদস্যরা পৌঁছালে প্রক্রিয়া অনুযায়ী তাদের কাছে কিশোরীদের হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল