হান্নান মাসউদ বলেন, হাতিয়াকে আর বর্গাচাষী ও বহিরাগতদের কাছে তুলে দেয়া হবে না। হাতিয়ার নেতৃত্ব দেবে হাতিয়ার সন্তানরাই।হান্নান মাসউদ দাবি করেন, ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষের পক্ষে মাত্র ৬৮০ ভোট পড়লেও বড় বড় জনসমাবেশ হয়েছিল এবং ফলাফল প্রত্যেকের চোখে দেখা গেছে। তাই এবারের নির্বাচনে ইনশাআল্লাহ একই দৃশ্য প্রত্যাশিত।
তিনি আরও বলেন, চোরদের জায়গা এই হাতিয়ায় হবে না। নতুন করে হাতিয়া গড়তে চাইলে শাপলা কলি প্রতীকে ভোট দিতে হবে।
বিএনপির অধিকাংশ ভোট শাপলা কলিতেই পড়বে উল্লেখ করে তিনি বলেন, অনেকে রাতের আঁধারে এসে কানে কানে এই কথাই বলে যায়। এ সময় তিনি উপস্থিত জনসাধারণকে ভয় না পেয়ে প্রকাশ্যে হাতিয়ার আত্মমর্যাদা রক্ষার স্বার্থে শাপলা কলি প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান।