ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সপ্তাহেই ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হাঙ্গেরি সফর করতে যাচ্ছেন। এই সুযোগে গাজায় চালানো যুদ্ধাপরাধের অভিযোগে তাকে গ্রেফতারের জন্য হাঙ্গেরির প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজার পরিস্থিতির জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

সেই সময় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নেতানিয়াহুকে আমন্ত্রণ জানান এবং তিনি বলেন, হাঙ্গেরি নেতানিয়াহুর বিরুদ্ধে দেওয়া আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে না।

যদিও হাঙ্গেরি ICC-র সদস্য দেশ হওয়ায় আদালতের পরোয়ানা বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে।

অ্যামনেস্টির বক্তব্য

এসবের মাঝেই মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষণা ও নীতির প্রধান এরিকা গেভারা-রোসাস বলেছেন, নেতানিয়াহু একজন অভিযুক্ত যুদ্ধাপরাধী। তার বিরুদ্ধে যুদ্ধের একটি কৌশল হিসেবে জনসাধারণকে অনাহারে রাখার অভিযোগ, সরাসরি বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানো, হত্যা, নিপীড়ন এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, হাঙ্গেরির উচিত নেতানিয়াহুকে গ্রেফতার করা এবং ICC-র কাছে হস্তান্তর করা। যদি আইসিসির কোনো সদস্য রাষ্ট্র তাকে গ্রেফতার না করে, তাহলে এটি ইসরাইলের জন্য আরও অপরাধ করার সুযোগ তৈরি করবে।

নেতানিয়াহুর হাঙ্গেরি সফর ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়ার’ প্রমাণ হিসেবে দেখছে অ্যামনেস্টি।একই সঙ্গে ইউরোপীয় ও বৈশ্বিক নেতাদের ‘নীরবতা ও নিষ্ক্রিয়তা’ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি আইসিসি-কে ইসরাইলের সব যুদ্ধাপরাধ তদন্ত করার দাবি জানিয়েছে সংস্থাটি।

অ্যামনেস্টি বলছে, হাঙ্গেরির উচিত আন্তর্জাতিক আইনের অধীনে অভিযুক্তদের বিচার করা এবং গ্রেফতার করা।

উল্লেখ্য, দখলদার ইসরাইল চলতি বছরের জানুয়ারিতে হওয়া একটি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় গত ১৮ মার্চ থেকে নতুন বিমান হামলা চালিয়েছে। গত ১৫ দিন ধরে অব্যাহতভাবে চালানো এই হামলায় ১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ২,৫০০-এর বেশি মানুষ আহত হয়েছে।

এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের হামলায় সবমিলিয়ে ৬৩,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

এ অবস্থায় ইস্যুটি ইউরোপের মানবাধিকার নীতির ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক আইন বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠতে পারে। হাঙ্গেরি যদি নেতানিয়াহুকে গ্রেফতার না করে, তাহলে এটি আইসিসির কার্যকারিতা এবং আন্তর্জাতিক আইন মেনে চলার ক্ষেত্রে ইউরোপের অবস্থানের ওপর প্রশ্ন তুলবে।সূত্র: আরব নিউজ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews