সিরিয়াকে ৫০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক মনে করেন, বর্তমান পরিস্থিতিতে সিরিয়ার দ্রুত সহযোগিতা প্রয়োজন।

রবিবার (১২ জানুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। একটি অঞ্চলিক সম্মেলনের যোগদানের উদ্দেশ্যে রিয়াদে গিয়েছেন তিনি। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানিও সম্মেলনে যোগ দেবেন।

সম্মেলনের আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক সাংবাদিকদের বলেন, ‘সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদের মিত্রদের, যারা মারাত্মক অপরাধে করেছে, তাদের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।’

তিনি বলেন, ‘ক্ষমতার এই পালাবদলের সময়ে সিরিয়ার দ্রুত অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন এবং সিরিয়ায় যাদের কিছুই নেই তাদেরকে আমরা সহযোগিতা চালিয়ে যাব যেমনটা আমরা পুরো গৃহযুদ্ধের সময়ে করেছি। আমরা খাদ্য, জরুরি আশ্রয়কেন্দ্র, এবং স্বাস্থ্যসেবার জন্য আরো ৫০ মিলিয়ন ইউরোর দেব।’

তার আগে দামেস্ক সফরের সময় বেয়ারবক বলেন, ‘সিরিয়ার উপর ইইউর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নির্ভর করবে দেশটিতে একটি ‘অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়া হচ্ছে কি না তার উপর।’

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্য ফাইনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয় সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে ইইউকে আহ্বান জানাচ্ছে জার্মানি।

সূত্র : ডয়চে ভেলে।

বিডি-প্রতিদিন/বাজিত



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews