যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন। ক্রিকেটারদের উদ্দেশে করা ‘অপমানজনক বক্তব্যকে’ তিনি দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে বলেন, এ বিষয়ে বিসিবি যথাযথ ব্যবস্থা নেবে।

আজ ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে আসিফ নজরুল বলেন, ‘এই মুহূর্তে আমাদের বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিতে হবে—আমরা একটি ঐক্যবদ্ধ জাতি। জাতীয় মর্যাদার প্রশ্নে ক্রিকেট বোর্ড, ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীরা সবাই এক। এমন সময়ে দায়িত্বশীল অবস্থানে থেকে সব ক্রিকেটারকে অপমান করা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং কেনো করলেন তা বোধগম্য নয়।’

আসিফ নজরুল বলেন, ‘বিষয়টি বিসিবির অভ্যন্তরীণ হলেও আশা করি বোর্ড প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’ 

একই সঙ্গে আসিফ নজরুল আইসিসির সঙ্গে বাংলাদেশের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পরিবর্তে অন্য ভেন্যুতে ম্যাচ আয়োজন নিয়ে চলমান আলোচনার কথাও উল্লেখ করেন। 

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় নিরাপত্তা উদ্বেগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘একজন ক্রিকেটার অপমানিত হলে পুরো জাতি প্রতিবাদ করেছে। অথচ একই সময়ে বিসিবির একজন পরিচালক সব ক্রিকেটারকে অপমান করেছেন—এটি অত্যন্ত দায়িত্বহীন আচরণ।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews