ডেইলি সিলেট ডেস্ক ::
বিএনপি চেয়ারপার্সনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান করজোড়ে অশ্রুসিক্ত হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট প্রার্থনা করেছেন।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) নিজ নির্বাচনী এলাকায় প্রচারণাকালে তিনি এই ভোট প্রার্থনা করেন।
তিনি বলেছেন, আমার জীবন আজকে ৭৮ বছর। এটাই আমার জীবনের শেষ ইলেকশন। আমি অষ্টগ্রাম-মিঠামইনের মানুষের দুয়ারে দুয়ারে বছরের পর বছর ঘুরেছি। আমি আপনাদের কাছে ভোট চেয়েছি আপনারা আমাকে ভোট দিয়েছেন।
১৯৯৬ সালের নির্বাচনে আপনারা টেলিভিশন মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন। এখন শুধু আপনাদেরকে এটাই জানাতে চাই- এই ভাটি এলাকাকে আমি বাংলার শ্রেষ্ঠ এলাকা বানাতে চাই।