ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি ড্রোন হামলায় দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর কয়েক ঘণ্টা আগে হামাস আরো একজন পণবন্দীর লাশ ইসরাইলের কাছে হস্তান্তর করেছে।

সোমবার (২৭ অক্টোবর) ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, লাশটি রেডক্রসের হেফাজতে রয়েছে। গাজায় ইসরাইলি সেনাবাহিনীর সদস্যদের কাছে এটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির শর্তাবলী অনুযায়ী, হামাস ২৮ জন নিহত পণবন্দীর লাশ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সোমবার পর্যন্ত ১৬ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে ১৩ অক্টোবর জীবিত ২০ জন পণবন্দীকে মুক্তি দেয়া হয়েছে।

এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও, সোমবার দক্ষিণ গাজা সিটির খান ইউনিসের কাছে ইসরাইলি ড্রোন হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে নাসের হাসপাতাল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজাজুড়ে ইসরাইলি হামলায় মোট আটজন ফিলিস্তিনি নিহত এবং আরো ১৩ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৬৮ হাজার ৫২৭ জন নিহত এবং এক লাখ ৭০ হাজার ৩৯৫ জন আহত হয়েছেন।

সোমবার এয়ার ফোর্স ওয়ানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, শনিবার ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর সদস্যের ওপর ইসরাইলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি।

জাতিসঙ্ঘের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে দুই সপ্তাহেরও বেশি সময়ে প্রায় চার লাখ ৭৩ হাজার মানুষ উত্তর গাজায় ফিরে এসেছেন। সেখানে তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং খাদ্য ও পানির মতো মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র ঘাটতির মুখোমুখি হচ্ছেন।

সূত্র : আল জাজিরা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews