ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদী আজ বুধবার এক বিবৃতিতে বলেছেন, জামায়াত ভারত, আমেরিকা ও ইহুদিদের দালাল। এরা আমেরিকা ও ভারতের সাথে গোপন বৈঠক করে। জামায়াত শরীয়া আইন বাস্তবায়ন করবে না বলে ঘোষণা দিয়ে মোনাফেকি ও জাতির সাথে প্রতারণা করেছে। তারা আগে ঘোষণা দিয়েছিল আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই। তিনি বলেন, বর্তমানে জামায়াত ইসলাম বাদ দিয়ে ক্ষমতায় গিয়ে মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে চায়। এদের সর্ম্পকে দেশের জনগণকে সর্তক থাকতে হবে।
তিনি বলেন, ১৯৪৭ সালে ও ১৯৭১ সালেও মুসলমানদের আদর্শ ইসলাম অনুযায়ীই দেশ পরিচালিত হবে বলে স্বাধীনতা এসেছিল। তিনি বলেন, ২০১১ সালে ফ্যাসিস্ট হাসিনা দেশকে সাস্তিক্যবাদ ও ধর্মহীন করেছিল।
বিবৃতিতে তিনি বলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. আলী রীয়াজ বলেছেন, বর্তমান সংবিধানে বহু ধর্ম ও জাতির কার্যকর স্বীকৃতি নেই। তিনি জুলাই সনদে প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করছেন। এই সনদ নাগরিক হিসেবে সবার সম্মান অধিকার নিশ্চিত করবে। তিনি জুলাই সনদে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃসংশোধনের জোর দাবি জানান।