মাদারীপুরের শিবচরে ছয় বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মিঠুন মজুমদার (২৫) নামে এক হিন্দু যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।

সোমবার (৮ ডিসেম্বর) শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের হাজী কাইমদ্দিন শিকদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মিঠুন মজুমদার ওই গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বিষ্ণু মজুমদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে শিশুটিকে তার অভিভাবক এলাকার স্থানীয় এক মাদরাসায় পড়তে দিয়ে যান। কিন্তু যথাসময়ে বাড়ি না ফেরার কারণে অনেক খোঁজাখুঁজি করে বিকেল ৪টার সময় রক্তাক্ত অবস্থায় মিঠুনের বাড়ির পাশ থেকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

এদিকে, মিঠুন মজুমদারকে গণধোলাই দিয়ে আটক করলে শিবচর থানা পুলিশ ও দত্তপাড়া হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে নিয়ে আসে। সেখানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে।

অন্যদিকে, ধর্ষিতা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।

এলাকাবাসী জানায়, মিঠুন ইতোপূর্বেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম বলেন, ‘আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews