অনিয়ম, দুর্নীতি, গ্রাহকদের সেবা বঞ্চিত করা এবং অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ এপ্রিল) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে তিন সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালান।

দুদক সূত্রে জানা গেছে, বুধবার দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে একযোগে দুদকের অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট জেলার সমন্বিত কার্যালয় থেকে ৩৫টি এনফোর্সমেন্ট টিম এসব অভিযান পরিচালনা করে। গোদাগাড়ীতে অভিযান চালানো এনফোর্সমেন্ট টিমে আমির হোসাইন ছাড়াও আরেক সহকারী পরিচালক তানভীর আহমেদ ও উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান ছিলেন।

দুদক টিম জানিয়েছে, গোদাগাড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দীর্ঘদিন ধরে দলিল সম্পাদন হওয়ার পর চেয়ার-টেবিল পেতে এক কর্মচারী প্রকাশ্যেই টাকা আদায় করে থাকেন। তার সঙ্গে কথা বলে জানা গেছে, সাব-রেজিস্ট্রার সাদেকুল ইসলাম টাকা ছাড়া একটি দলিলেও সই করেন না। এজন্য টাকা তুলছেন।

তবে দুদকের অভিযানের সময় সাব-রেজিস্ট্রার সাদেকুল কার্যালয়ে ছিলেন না। ছিলেন অফিস সহকারী লাইলুন নাহার। তার কাছ থেকেই নানা তথ্য নেন দুদক কর্মকর্তারা। বুধবার দুপুরে দলিলের সার্টিফায়েড কপি সরবরাহ করতে সেবাপ্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের প্রমাণ হাতেনাতে পেয়েছে দুদক।

দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, ‌‘দলিল সম্পাদনে অতিরিক্ত ফি আদায়ের সত্যতা পেয়েছি আমরা। এজন্য গত তিন দিনে সম্পাদন করা সব দলিলের কপি চাওয়া হয়েছে। আমরা সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে সবকিছু বিস্তারিত জানবো। এরপর এ সংক্রান্ত একটি প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews