রাজধানীর উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে গত ছয় মাসে দেহে ৩৫টি অস্ত্রোপচারের পর বাড়ি ফিরেছে আবিদুর রহিম (১২)। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গতকাল  জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। তিনি জানান, ‘আবিদুর রহিম গত বছরের ২১ জুলাই ঘটনার দিন থেকে আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এ হাসপাতালে যে ৩৫ জনকে চিকিৎসা দিয়েছি তার মধ্যে সে সর্বশেষ।’ এত দীর্ঘ সময় তার চিকিৎসার বিষয়ে বলেন, ‘তার অবস্থা ক্রিটিক্যাল ছিল, তাকে পাঁচ দিন আইসিইউতে রাখতে হয়েছিল। এরপর হাইডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) ছয় দিন। ১৭২ দিন ছিল কেবিনে। দুই হাত পোড়ার কারণে তাকে ফ্যাসেকটমি অর্থাৎ দুই হাতের চামড়া কেটে দেওয়া হয়েছিল। এভাবে আমরা তার হাতটি রক্ষা করতে পেরেছি। ৩৫ বার তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। তার ছোট ছোট অপারেশন করা হয়েছে ২৩ বার এবং চামড়া লাগানো হয়েছে ১০ বার। আবিদুর রহিম বাড়ি যাবে। আজ আমাদের আনন্দের দিন।’ অধ্যাপক নাসির উদ্দিন জানান, ‘যারা এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে এখান থেকে চলে গেছে, তাদের অন্তত দুই বছর আমাদের এখানে চিকিৎসা নিতে হবে।’ আবিদুর রহিমের বাবা আবুল কালাম আজাদ বলেন, ‘আমার ছেলে ছয় মাস চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরছে। আমার ছেলেকে জিজ্ঞেস করছিলাম, বাবা তোমার কেমন লাগছে? সে বলল, বাবা আমার আজকে ঈদের মতো মনে হচ্ছে।’ তিনি বলেন, ‘সরকার আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে চেয়েছে কিন্তু এখনো দেওয়া হয়নি। যে পরিমাণ ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে তা একেবারেই অপ্রতুল। যদি তারা তাদের নিজের সন্তানকে ওই জায়গায় দাঁড়িয়ে বিবেচনা করতেন তাহলে হয়তো ক্ষতিপূরণটা সঠিকভাবে নির্ধারণ করতে পারতেন।

হাসপাতাল থেকে যাওয়ার পর আরও অনেক চিকিৎসা দরকার, সেগুলোর ব্যয় বহন করা আমাদের পক্ষে সম্ভব নয়।’ এ সময় হাসপাতালের যুগ্মপরিচালক অধ্যাপক ডা. মারুফুল ইসলাম, জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমানসহ চিকিৎসক ও নার্সেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপরে পড়ে ৩৬ জনের

মৃত্যু ঘটায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews