বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেছেন, সামনে যে জাতীয় নির্বাচন হবে, তা দেশ ও জনগণের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার দাবি, দেশে এখন বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপিই বিজয়ী হবে। দেশের স্থিতিশীলতা ও জনকল্যাণ নিশ্চিত করতে বিএনপির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার (৭ ডিসেম্বর) রাতে মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের পাঁচুড়িয়া হাইস্কুল মাঠে ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, বিএনপি সব মত ও মতাদর্শের মানুষকে সঙ্গে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গড়তে চায়। তার ভাষায়, ধানের শীষ উন্নয়নের প্রতীক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে ধানের শীষের প্রার্থীকে জেতাতে হবে।

তিনি অভিযোগ করেন, যারা দেশের স্বাধীনতা চাননি, তাদের হাতে দেশ কখনোই নিরাপদ নয়। স্বাধীনতার পর থেকেই নানা সময়ে গণতন্ত্র সংকটে পড়েছে। স্বৈরশাসন, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে জনগণের আশা–আকাঙ্ক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ জেলা–উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews