নিরাপত্তা শঙ্কায় নিজেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ভেন্যু ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে আইসিসি তা প্রত্যাখান করেছে। এরপরও বিসিবি নিজেদের সিদ্ধান্তে অনড়। এদিকে ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার বিষয়টি মানতে নারাজ দেশটির সাবেক ক্রিকেটার ও পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারি।

গত ৫ আগস্ট রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন। মনোজ তিওয়ারি বলেন, শেখ হাসিনা যদি ভারতে নিরাপদে থাকতে পারেন, তাহলে ক্রিকেটাররা কেন নিরাপদে থাকতে পারবে না।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিসিবির এই সিদ্ধান্ত আসেনি, বরং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার শেখ হাসিনাকে নিরাপত্তা দিয়েছে, ক্রিকেটাররাও একই নিরাপত্তা পাবেন।

মনোজ তিওয়ারি উল্লেখ করেন, বিশ্বকাপে খেলতে না পারলে ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হবেন। সকল বাংলাদেশি ক্রিকেটার দেশের হয়ে খেলতে চায় এবং বিশ্বকাপে ভালো পারফর্মের স্বপ্ন দেখেন। তবে আইসিসির নির্দেশ স্পষ্ট – খেলো বা সরে যাও। বিসিবির এই সিদ্ধান্ত ক্রীড়ামন্ত্রীর দৃষ্টিতে বোর্ডের চেয়ে রাজনৈতিক প্রভাবিত।

গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয় ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য। বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকের পরও বিসিবি নিজেদের অবস্থানে অনড় থাকেন।

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews