দুবাইয়ে কর্মরত বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলমের ভাগ্য রাতারাতিই বদলে গেলো। বিগ টিকিটের মার্চ ২০২৫ ড্রয়ে তিনি ২ কোটি দিরহাম জিতেছেন। এই প্রবাসী প্রযুক্তিবিদ এফ১ আবুধাবি গ্রাঁ প্রিতে একটি বিগ টিকেট ইয়টে দাঁড়িয়ে নিজের জয়ের রহস্য প্রকাশ করলেন। তিনি বললেন, একলা নয়, দল বেঁধে খেলুন।

জানা গেছে, মাত্র তিন হাজার দিরহাম মাসিক বেতনে ড্রাই ডক্সের প্রযুক্তিবিদ হিসেবে কাজ করতেন আলম। টানা চার-পাঁচ বছর ধরে চেষ্টা চালিয়ে অবশেষে রমজান মাসে অনুষ্ঠিত সিরিজ ২৭২ ড্রয়ে ভাগ্য খুলে যায় তাঁর ও তাঁর সহকর্মীদের।

আলম জানান, তিনি ও তাঁর ১৩ জন সহকর্মী মানে ১৩ জন বাংলাদেশি এবং একজন ভারতীয় মিলে একটি গ্রুপ বানিয়েছিলেন। তিনি বলেন, অনেকে এক-দুই মাস চেষ্টা করে ছেড়ে দিতেন। কেউ ভাবতেন এটা নকল বা অপচয়। কিন্তু আমরা নিয়মিত থেকেছি।

আলমের পরামর্শ, দলগতভাবে টিকিট কিনুন। এতে কারও ওপর চাপ পড়ে না। একবার জিতলেই জীবন বদলে যেতে পারে।

এই একই পরামর্শ মেনে চলেই তাঁর এক সহকর্মী সন্দীপ কুমার প্রসাদ নভেম্বর মাসে দেড় কোটি দিরহাম জিতে যান।

বড় পুরস্কার জয়ের পর আলম চাকরি ছেড়ে দিয়েছেন, কিনেছেন দুবাই সাউথে এক শয্যার একটি ফ্ল্যাট এবং পরিকল্পনা করছেন একটি রেস্তোরাঁ ও মুদি দোকান খোলার। তিনি বলেন, পরিবার, আত্মীয়-স্বজন সবার পাশে দাঁড়িয়েছি। আমাদের গ্রুপের সাতজন দেশে ফিরে গেছে, কেউ কাজ করছে, আর একজন আমার সাথে ব্যবসায় যুক্ত হয়েছে। 

তিন হাজার দিরহাম বেতনে কাজ কর জাহাঙ্গীর আলমের বার্তা একটাই,  স্বপ্ন দেখুন, দল বেঁধে খেলুন, হাল ছাড়বেন না।

সূত্র: গালফ নিউজ

বিডি প্রতিদিন/নাজমুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews