বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের দুর্বৃত্তদের গুলিতে এক নারী আহত হয়েছেন। গুরুতর আহত ওই নারীকে বান্দরবন সদর হাসপাতালে নেয়া হয়েছে।

সোমবার সকালে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগ্রীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নারী উমেপ্রু মারমা (৩৪) ওই এলাকার রুমেল তঞ্চঙ্গার স্ত্রী।

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। তবে স্থানীয়রা বলছে, ওই এলাকাটি জনসংহতি সমিতির নিয়ন্ত্রণাধীন।

জানা গেছে, উমেপ্রু মারমা রোববার ওই পাড়ায় একটি সালিশি বৈঠকে অংশগ্রহণ করার জন্য গিয়েছিল। বাড়ি থেকে সকালে খামার বাড়িতে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান উনুমং মারমা ও রোয়াংছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শুভ্র মুকুল চৌধুরী জানান, ছেলেকে আনার জন্য রোববার বান্দরবান শহর থেকে উমেপ্রু মারমা হিমাগ্রীপাড়ায় যান। সেখানে একটি সালিশি বৈঠকে অংশগ্রহণ করেন। সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews