২৯ July ২০২৫ Tuesday ১২:০১:৫০ AM Print this E-mail this

চরফ্যাশনের দুই ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানদের কার্যক্রম স্থগিত

চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার মেয়াদোত্তীর্ণ নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদের মাধ্যমে পরিচালিত প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম ৩ (তিন) মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি শেষে গত রোববার (২৭ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন এবং অ্যাডভোকেট আল মানিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির ও মো. ঈসা।

নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৩০ ডিসেম্বর এবং নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গেজেট প্রকাশিত হয় ২০২০ সালের ১৩ জানুয়ারি। সে অনুযায়ী, দুই ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয় ২০২৫ সালের ১৩ জানুয়ারি।

আদালতে চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ জাহিদ, মোঃ মানিক ও রাজিব জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করেন।

আইনজীবী আল মানিক আদেশের বিষয় নিশ্চিত করে বলেন, এখন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০২৪ সালে সংশোধিত) এর ধারা ১৮(১), (২) ও (৩) অনুযায়ী অবিলম্বে প্রশাসক ও সদস্য নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews