চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার মেয়াদোত্তীর্ণ নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদের মাধ্যমে পরিচালিত প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম ৩ (তিন) মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি শেষে গত রোববার (২৭ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন এবং অ্যাডভোকেট আল মানিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির ও মো. ঈসা।
নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৩০ ডিসেম্বর এবং নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গেজেট প্রকাশিত হয় ২০২০ সালের ১৩ জানুয়ারি। সে অনুযায়ী, দুই ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয় ২০২৫ সালের ১৩ জানুয়ারি।
আদালতে চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ জাহিদ, মোঃ মানিক ও রাজিব জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করেন।
আইনজীবী আল মানিক আদেশের বিষয় নিশ্চিত করে বলেন, এখন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০২৪ সালে সংশোধিত) এর ধারা ১৮(১), (২) ও (৩) অনুযায়ী অবিলম্বে প্রশাসক ও সদস্য নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: Tweet