ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেছেন, যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, তা ইতোমধ্যে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। কারণ তাদের সাংগঠনিক কাঠামোর বাইরে গিয়ে তারা বক্তব্য দিচ্ছে, কোন নিয়ম-নীতির তোয়াক্কা করছে না। এটি একধরনের হ-য-ব-র-ল একটি দল হয়ে গিয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথাগুলো বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

তিনি আরও বলেন, 'গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এর একক ইজারাদার হিসেবে যাদেরকে বলা হচ্ছে, তারা একক মালিকানা চিন্তা করে যে রাজনৈতিক দল গঠন করেছে, সে রাজনৈতিক দলের প্রতিটি নেতাকর্মী বিভ্রান্ত। একজন বক্তব্য দিচ্ছেন তো আরেকজন সামাজিক যোগাযোগমাধ্যমে সে বক্তব্য প্রত্যাখ্যান করে নতুন বয়ান তৈরি করছেন।'

সেনাবাহিনীকে বাংলাদেশের গর্বের জায়গা উল্লেখ করে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, 'বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তারা বক্তব্য দিয়েছে, এতে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে, মানুষ সংক্ষুব্ধ হয়েছে। সুতরাং যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, সে রাজনৈতিক দল ইতোমধ্যে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।'

সূত্র: https://www.facebook.com/watch/?v=1287266386235383&rdid=CPfrhts03lRKcS6k



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews