‘সব বছরের পর, তুমি অবশেষে ৫০, আমার সুন্দর বোন। মাল্লা, তুমি অবশেষে ৫০। এমন ৫০ বছরের কোনো মানুষ কি হতে পারে! উফ… আমি তোমাকে গভীরভাবে ভালোবাসি… গত রাতটা কি জাদুকরী ছিল… ম্যাজিক!’
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরার জন্মদিনে তার বোন অমৃতা অরোরা নিজের ইনস্টাগ্রাম পোস্টে কথাগুলো লিখেছেন।
সম্প্রতি ৫০তম জন্মদিন উদযাপন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বয়স নিয়ে চলছিল জল্পনা, যা এবার স্পষ্টভাবে শেষ হলো।
মালাইকাকে ঘিরে জন্মদিনের মুহূর্তগুলো শেয়ার করতে গিয়ে অনেকে লক্ষ্য করেন, ২০১৯ সালে তিনি ৪৬তম জন্মদিন উদযাপন করেছিলেন। এর ফলে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয় যে, মালাইকা বর্তমানে ৫০ না ৫২ বছর বয়সি। বিষয়টি আরও জোরালো হয় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন
আরও পড়ুন আদালতে ক্ষমা চেয়ে যা বললেন কঙ্গনা

পরে এই বিভ্রান্তি দূর করতে তার বোন অমৃতা অরোরা নিজের ইনস্টাগ্রামে ওই পোস্ট দেন।
মালাইকা নিজেও জন্মদিনের ছবি ও মুহূর্ত শেয়ার করে লিখেছেন, আমার হৃদয় ভরে গেছে। ভালোবাসা, শুভেচ্ছা, এবং আমার ৫০তম জন্মদিনকে সত্যিই বিশেষ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।
মালাইকা আরও বলেন, বিশেষ ধন্যবাদ সকলকে যারা আমাকে এমন সুন্দর উদযাপন পরিকল্পনা করতে সাহায্য করেছেন এবং আমার বন্ধুদের যারা আমার সঙ্গে উদযাপন করেছেন — আমি আর কী চাইতে পারতাম!
এভাবেই মালাইকা অরোরা বয়স সংক্রান্ত সমস্ত জল্পনা নিরসন করে ৫০তম জন্মদিন আনন্দের সঙ্গে উদযাপন করেছেন।