আন্তর্জাতিক আসরে ৫০ কেজি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে এই প্রথম লড়বেন তিনি।
৫২ কেজি ওজন শ্রেণিতে অংশ নিতে রিংয়ে নামবেন। যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছে রোববার এসেছিলেন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে। জিনাতের ওজন শ্রেণিতে মাত্র ছয়জন বক্সার এন্ট্রি করেছেন। তাই বাই পেয়ে সরাসরি সেমিফইনালে খেলবেন জিনাত।
বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান বলেন, ‘সেমিফাইনালে লড়াই করবেন জিনাত। সোমবার রাতে ড্রয়ের মাধ্যমে জিনাতের প্রতিপক্ষ নির্ধারণ করা হবে।’
আরও পড়ুন
আরও পড়ুনজাতীয় চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম অংশ নিতে এলেও বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক আসরে আগেই অভিষেক হয়েছে জিনাতের। দক্ষিণ আফ্রিকার ডারবানে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক বক্সিংয়ে এবং পর্তুগালে ব্রাগা ওপেন বক্সিংয়ে স্বর্ণপদক জেতেন তিনি।
পোল্যান্ডে আরেকটি আন্তর্জাতিক আসরে ব্রোঞ্জ জিতেছিলেন জিনাত। ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসেও লাল-সবুজের হয়ে অংশ নেন আমেরিকা প্রবাসী এই বক্সার।