‘ইসলামের পক্ষের ও ইনসাফের যে বাক্সটির প্রতি দেশের মানুষের অধীর আগ্রহ ছিল, সেটি ছিনতাই হয়ে গেছে। এখন সেই বাক্সে কেবল প্রচলিত আইন অনুসারে দেশ চালানোর বিষয়গুলোই অবশিষ্ট আছে।’

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় পশু হাসপাতাল মোড়ে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন এসব কথা বলেন।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত এই সভায় চরমোনাই পীর জানান নির্বাচনে অনেক দল অংশ নিলেও কেবল ইসলামী আন্দোলন বাংলাদেশই ইসলামের নীতি ও আদর্শের মাধ্যমে ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে। 

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামীতে হাতপাখা প্রতীক নির্বাচিত হতে পারলে দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ফুলবাড়ীয়া’ আসনের ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী আলহাজ মুফতি নূরে আলম সিদ্দিকী। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা সভায় বক্তব্য রাখেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews