জামায়াতের ইসলাম প্রকৃত ইসলাম নয় বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। শনিবার রাতে ফরিদপুরের নগরকান্দায় ইসলামি যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘শানে রেসালাত মহা সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যে বাবুনগরী জামায়াতে ইসলামের আদর্শের সমালোচনা করে বলেন, 'আমাদের ইসলাম ও মওদুদী ইসলাম এক নয়। জামায়াতের ইসলামও প্রকৃত ইসলাম নয়; মদিনার ইসলামই আসল ইসলাম।' তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিলেও একটি আসনও পাবে না। 

এ সময় তিনি ইসলামি ঐক্যবদ্ধ আট দলীয় জোটকেও সমালোচনার লক্ষ্য করেন। বাবুনগরীর ভাষ্য, 'এই আট দল মূলত আসন ও ভোটের স্বার্থেই জোটবদ্ধ হয়েছে।'

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমেদ কোরাইশী, ফরিদপুরের সামসুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান, নগরকান্দার মুফতি ইসমাতউল্লাহ কাসেমী এবং পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিনসহ আরও ইসলামি চিন্তাবিদরা।

সম্মেলনে ধর্মীয় ও সামাজিক নানা বিষয়ে আলোচনা করা হয়। 

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews