চট্টগ্রামে ৬৪ মিলিমিটার বৃষ্টিতে নগরীর বেশ কয়েকটি নিম্নাঞ্চল তলিয়ে গেছে। সোমবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এদিন একটানা মাঝারি থেকে ভারি বৃষ্টি হওয়ায় নগরীর কোনো কোনো সড়কে কোমর সমান পানি, আবার কোথাও হাঁটু পর্যন্ত পানি উঠে যায়। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সীমাহীন ভোগান্তিতে পড়েন এইচএসসি পরীক্ষার্থীসহ অফিসগামী ও কর্মজীবী মানুষজন।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বলিরপোল-নাছিরগঞ্জ সড়কটি অতিবৃষ্টি ও মেঘনা নদীর জোয়ারের পানির চাপে বিচ্ছিন্ন হয়ে গভীর খালে পরিণত হয়েছে। এতে চলাচলে দুর্ভোগে পড়েছে স্থানীয় ২০ হাজার বাসিন্দা। ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে লঘুচাপের প্রভাবে সৃষ্ট জোয়ার ও টানা বৃষ্টিতে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এছাড়াও উপজেলার হাজারীগঞ্জ ও জাহানপুর ইউনিয়নের খেজুরগাছিয়া গ্রামে লঘুচাপের প্রভাবে বেড়েছে মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি। এতে খেজুরগাছিয়া বেড়িবাঁধটিতে ভাঙনে লোকালয়ে পানি প্রবেশের ঝুঁকিতে রয়েছে। পাউবোর বেড়িবাঁধের প্রায় ৩শ’ ফুট এলাকায় এ ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছে দুটি ইউনিয়নের লক্ষাধিক গ্রামবাসী। এছাড়া হাঁটু পানির নিচে রয়েছে নোয়াখালী শহর। প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম : পানির কারণে যানবাহন না থাকায় সড়কে নৌকা দিয়ে চলাচল করতে দেখা গেছে নগরবাসীকে। কোথাও কোথাও বাসাবাড়িতে এবং ব্যবসায় প্রতিষ্ঠানেও পানি প্রবেশ করেছে। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সীমাহীন ভোগান্তিতে পড়েন এইচএসসি পরীক্ষার্থীসহ অফিসগামী ও কর্মজীবী মানুষজন। জলাবদ্ধ এলাকা এবং ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র শাহাদাত হোসেন। পরিদর্শনের পর কাপাসগোলা এলাকার খালের সংস্কার কাজ শেষ না হওয়ায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

নগরীর কাতালগঞ্জ ও কাপাসগোলা এলাকায় পরিদর্শনে গিয়ে চসিক মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘নগরীর ৫০ শতাংশ জলাবদ্ধতা আমরা কমাতে পেরেছি। বাকিটা সময়ের ব্যাপার। ৫৭টি খালের মধ্যে ৩৬টি খালের কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এরমধ্যে ২২টি খালের কাজ শেষ হয়েছে। ১৪টি খালের কাজ বাকি আছে। এর বাইরে আরও ২০টি খাল বাকি, সেগুলোও আমাদের সংস্কার করতে হবে।’

লক্ষ্মীপুর : কমলনগর উপজেলার বলিরপোল-নাছিরগঞ্জ সড়কটি অতিবৃষ্টি ও মেঘনা নদীর জোয়ারের পানির চাপে বিচ্ছিন্ন হয়ে গভীর খালে পরিণত হয়েছে। এতে চলাচলে দুর্ভোগে পড়েছে স্থানীয় ২০ হাজার বাসিন্দা। এছাড়া উপজেলার চরমার্টিন ও চরকালকিনিসহ বিভিন্ন এলাকায় কাঁচা সড়ক ভেঙে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।

রোববার বিকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরমার্টিন গ্রামে গিয়ে এ দৃশ্য দেখা দেয়।

চরফ্যাশন (ভোলা) : চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে লোকালয়ে পানি প্রবেশ করেছে। পাশাপাশি নষ্ট হয়েছে মাছের ঘের পুকুর ও মাঠের ফসল। এছাড়াও উপজেলার হাজারীগঞ্জ ও জাহানপুর ইউনিয়নের খেজুরগাছিয়া গ্রামে লঘুচাপের প্রভাবে বেড়েছে মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি। এতে খেজুরগাছিয়া বেড়িবাঁধটিতে ভাঙনে লোকালয়ে পানি প্রবেশের ঝুঁকিতে রয়েছে। গত তিন দিনের বৃষ্টি ও মেঘনায় অতি জোয়ারের চাপে পাউবোর বেড়িবাঁধের প্রায় ৩শ’ ফুট এলাকায় এ ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছে দুটি ইউনিয়নের লক্ষাদিক গ্রামবাসী। ঢালচরের একমাত্র ইটের রাস্তাটি। বেড়িবাঁধ না থাকায় বারবার জলোচ্ছ্বাসের কারণে রাস্তাটি ভেঙে যায়।

নোয়াখালী : টানা তিন ঘণ্টার বৃষ্টিতে আবারও হাঁটু পানির নিচে নোয়াখালী শহর। ডুবেছে নোয়াখালীর জেলার প্রধান সড়কের বিভিন্ন অংশসহ শহর ও অলিগলির রাস্তাঘাট। এমনকি অনেক ব্যবসা-প্রতিষ্ঠান, বাসাবাড়িও পানিতে ডুবেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews