কেন্দ্র দখল করতে চাইবে, কিন্তু আমাদের চেয়ে বেশি কেউ পারবে না— এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী নেতা ও কমলনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির। সম্প্রতি কমলনগরের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, আগামী দিনে যত ষড়যন্ত্রই হোক না কেন, রামগতি-কমলনগরে সেই ষড়যন্ত্র মোকাবিলা করার মতো জনশক্তি জামায়াতের রয়েছে। ২০১৪ সালের নির্বাচনে যেভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম, সেই কর্মীরা এখনো মাঠে আছে, একজনও পালিয়ে যায়নি।
তিনি আরও বলেন, সাংগঠনিকভাবে হয়তো আমরা দুর্বল, কিন্তু জনগণের সমর্থন আমাদের পক্ষে। আপনারা যদি পাশে থাকেন, তাহলে এই জনসমর্থনই হবে জামায়াতের আসল শক্তি। নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান, আপনারা জান, মাল ও পরামর্শ দিয়ে আমাদের সংগঠনের কাজে সহযোগিতা করুন।
প্রত্যেকে আপনার পরিবার ও সমাজে যতটুকু পারেন, সংগঠনকে শক্তিশালী করুন। রাজনৈতিক বিশ্লেষক ও নেটিজেনরা মাওলানা হুমায়ুন কবিরের কেন্দ্র দখলের এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
তারা বলেন, নির্বাচনের আগেই জামায়াতের কেন্দ্র দখলের পরিকল্পনা গণতন্ত্রের জন্য হুমকি স্বরুপ।
সভায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা ছাড়াও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জনগণের সমর্থন থাকলে রামগতি-কমলনগরে জামায়াতের সাংগঠনিক অবস্থান আরও মজবুত হবে।