নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল সভাপতি বিদ্যুৎ মাহাতো ছাত্রদল থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের মাত্র দেড় ঘণ্টার মাথায় তিনি যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীতে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। এর আগে ‎শুক্রবার দুপুরে বিদ্যুৎ মাহাতো সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পদত্যাগের দেড় ঘণ্টার ভিতরে তিনি জামায়াতে ইসলামীতে দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও কলেজ ক্যাম্পাসে ব্যাপক আলোচনা শুরু হয়।

এই ঘটনায় জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

তবে ছাত্রদলের নেতারা জানিয়েছেন, পদত্যাগের বিষয়টি তাদের আগে থেকে জানা ছিল না। হোয়াটস অ্যাপে পদত্যাগ পত্রটি ছাত্রদল নেতাদের পাঠিয়েছেন বিদ্যুৎ মাহাতো। এই ঘটনায় নির্বাচন এবং দলের অভ্যন্তরে কোনো প্রভাব পড়বে না বলেও দাবি করেছেন তারা।

বিদ্যুৎ মাহাতোর পদত্যাগ ও জামায়াতের যোগদানের বিষয়ে জানতে চাইলে ছাত্রদল জেলা ছাত্রদলের সদস্যসচিব মামুন দ্বীন দোহা বলেন, হোয়াটস অ্যাপে পদত্যাগপত্র পাঠিয়েছে বিদ্যুৎ মাহাতো।

জামায়াতে যোগ দেওয়া প্রসঙ্গে বক্তব্য জানতে চাইলে তিনি আরও বলেন, এই ঘটনায় দলে কিংবা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews