রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে আবারও জল্পনা শুরু হয়েছে। ইউরোপীয় গণমাধ্যমগুলোর দাবি, উপযুক্ত প্রস্তাব পেলে আগামী মৌসুমেই তাকে ছেড়ে দিতে পারে ক্লাবটি। কারণ, মৌসুম শেষে তার সঙ্গে রিয়ালের চুক্তির মেয়াদ থাকবে মাত্র এক বছর, তবে এখন পর্যন্ত নতুন চুক্তি নিয়ে কোনও আলোচনার খবর মেলেনি।

গত রবিবারের এল ক্লাসিকোয় ৭২ মিনিটে বদলি হওয়ার সময় সম্প্রচারকারী প্রতিষ্ঠান ডাজনের ক্যামেরায় ধরা পড়ে ভিনিসিয়ুসের বিরক্তি। সে সময় তাকে বলতে শোনা যায়, “সব সময় আমি! আমি দল ছাড়ব, আমার চলে যাওয়াই ভালো।”

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো সাংবাদিকদের বলেন, “আমি খেলার ইতিবাচক দিকগুলো নিয়েই ভাবতে চাই, বিশেষ করে ভিনির পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। প্রতিক্রিয়ার ব্যাপারটা আমরা ভেতরে আলোচনা করব, এটা খুব স্বাভাবিক ঘটনা।”

ইয়ামালের সঙ্গে ভিনিসিয়ুসের তর্কাতর্কি প্রসঙ্গে আলোনসো আরও বলেন, “এ ধরনের ম্যাচে উত্তেজনা থাকেই, দুই দলের খেলোয়াড়দের মধ্যেও এমন ঘটনা ঘটতে পারে। এতে অতিরিক্ত কিছু দেখার নেই।”

অন্যদিকে দলের অধিনায়ক দানি কারভাহাল গুরুতর হাঁটুর চোটে পড়েছেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তার ডান হাঁটুতে একটি ‘লুজ বডি’ শনাক্ত হয়েছে, যা অপসারণের জন্য দ্রুত অস্ত্রোপচার করা হবে।

৩৩ বছর বয়সি এই স্প্যানিশ ডিফেন্ডার চলতি মৌসুমে লা লিগার ১০ ম্যাচে সাতটিতে খেলেছেন। এল ক্লাসিকোতেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন। গত মৌসুমেও একই হাঁটুর লিগামেন্ট ও টেনডন ছিঁড়ে যাওয়ায় দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। এবারও একই চোট তার জন্য নতুন পরীক্ষা হয়ে এসেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews