দেশের বাজারে আবার রেকর্ড ছুঁয়েছে সোনার দাম। এ দফায় ভরিপ্রতি দাম বেড়েছে ৩ হাজার ৩৩ টাকা। তাতে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকায়। দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন করে সোনার দাম বাড়ানোর কথা জানায়। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় নতুন করে আবার দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
সর্বশেষ গত রোববার সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৩৮ টাকা কমিয়েছিল জুয়েলার্স সমিতি। তাতে প্রতি ভরি সোনার দাম কমে হয় ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা। এ দামেই আজ পর্যন্ত সোনা বিক্রি হয়েছে। এর আগে ১২ এপ্রিল মূল্যবৃদ্ধির পরে সোনার ভরি সর্বোচ্চ ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকায় উঠেছিল। এত দিন দেশের বাজারে সেটিই ছিল সোনার সর্বোচ্চ দাম।