ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে জনতার মতামত নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গতকাল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে দলটির আমির ডা: শফিকুর রহমান বলেন, আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। তাই আপনার মতামত সাথে নিয়েই তৈরি হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইশতেহার, ইনশা আল্লাহ।

জানা যায়, আগামী নির্বাচনকে সামনে রেখে ইশতেহার তৈরির কাজ শুরু করেছে জামায়াতে ইসলামী। সমাজের সব শ্রেণীর মানুষের কথা বিবেচনায় নিয়ে এ ইশতেহার তৈরি করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ জন্য একটা ওয়েবসাইট তৈরি করে শিগগিরই সেখানে জনগণের মতামত নেয়া হবে এবং সেসব মতামতের সারাংশ মূল ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে।

এদিকে গতকাল জামায়াত আমিরের দেয়া ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে এরই মধ্যে অনেকেই দলটির ইশতেহারে কী কী থাকতে পারে সে বিষয়ে নিজেদের মতামত তুলে ধরছেন।

দুর্নীতিকে লাল কার্ড দেখান : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, আকাশচুম্বী দুর্নীতিকে মাটিতে নামিয়ে না আনা পর্যন্ত আমরা থামব না ইনশা আল্লাহ। গতকাল এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে দুর্নীতিকে লাল কার্ড দেখানোর আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, আপনি, আমি এবং আমরা সবাই যারা দেশকে ভালোবাসি সমাজ দেহের ক্যান্সারকে (দুর্নীতি) না বলুন এবং লাল কার্ড প্রদর্শন করুন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews