সিলেটের বিশ্বনাথে ১০৬ বোতল ভারতীয় মদসহ এক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার নাম কয়ছর আলী (৩৫)। সে উপজেলার সদর ইউনিয়নের গন্ধারকাপন গ্রামের মৃত হাজী ইউসুফ আলীর ছেলে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে তাকে সিলেট বিজ্ঞ আদালতে সোর্পোদ করা হয়। এর আগে গেল মঙ্গলবার (৬ জানুয়ারি) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়ছর দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের জমজমাট ব্যবসা আসছিলো। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। গ্রেফতার হয়ে জেলে যায়, বাহিরে এসেই ফের জড়ায় মাদকের কারবারে। সম্প্রতি আবারো রমরমা মাদক বাণিজ্যে শুরু হয় তার। নিজ বসত বাড়িতে কৌশলে বাড়িতে মাদকের বড় বড় চালান মজুদ রেখে বিভিন্ন স্পটে দিতেন সাপ্লাই ও হোম ডেলিভারী। অবশেষে গেল রাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ঘরের খাটের নিচ থেকে একাধিক বস্তাভর্তি ১০৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। এর মধ্যে রয়েছে ভদকা, হুইসকি, এসি ব্লাক জাতের মদ। যার বাজার মূল্য প্রায় ২লক্ষ ২৬ হাজার টাকা।  

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান বলেন, সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews