বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বছর দেড়েক। এরমধ্যে কয়েকবার দেশে ফিরতে চান এমন কথাও বলেছেন বাংলাদেশের বিশ্বসেরা তারকা সাকিব আল হাসান। নানাবিধ জটিল পরিস্থিতিতে আর বাংলাদেশে আসা হয়নি ৩৮ বর্ষী তারকার। তবে এখনও দেশে ফিরতে পারবেন এমন আশা রাখেন সাকিব।
সাকিব এমুহূর্তে খেলছেন সংযুক্ত আরব আমিরাতের পেশাদার টি-টুয়েন্টি লিগ আইএলটি-২০তে। সেখানে বিয়ার্ড বিফোর উইকেটের এক পডকাস্টে হরেক বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। সাক্ষাৎকারে দেশে ফেরার ব্যাপারে সাকিব বলেছেন, ‘আমি আশাবাদী। সে কারণেই আমি টি-টুয়েন্টি লিগগুলোতে খেলা চালিয়ে যাচ্ছি। আমার মনে হয় সেটা সম্ভব।’
সাকিব আরও বলেন তিনি হোম সিরিজে বছরের পর বছর ধরে সমর্থনের জন্য ‘ভক্তদের কিছু ফিরিয়ে দিতে। আমার মনে হয় যখন একজন খেলোয়াড় কিছু বলে, তখন তারা কথায় অটল থাকার চেষ্টা করে। তারা সাধারণত হঠাৎ করেই এটা পরিবর্তন করে না। আমি ভালো খেলি কি না, তাতে কিছু যায় আসে না। খেলতে চাইলে হয়তো এরপর খারাপ সিরিজ খেলব। কিন্তু আমার সেটা করার দরকার নেই।’
‘আমার মনে হয় এটাই যথেষ্ট। ভক্তদের বিদায় জানানোর এটা একটা ভালো উপায় যে, তারা সবসময় আমাকে সমর্থন করেছে, তাদের কিছু ফিরিয়ে দিয়ে, ঘরের মাঠে একটি সিরিজ খেলে।’
২০২৪ সালের মে’র পর আর দেশে আসতে পারেননি সাকিব। বিগত সরকারের পতনের পর তার নামে হত্যা মামলাও হয়েছে। কানপুরে গতবছর বাংলাদেশের সফরে সিরিজের দ্বিতীয় টেস্টটি হয়ে আছে জাতীয় দল জার্সিতে তার শেষ ম্যাচ।
২০২৪ সালের জানুয়ারিতে মাগুরা থেকে এমপি নির্বাচিত সাকিব আরও বলেন তার রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেননি। ‘আমি আমার খেলার অংশটি শেষ করেছি। হয়তো রাজনৈতিক দিকটি এখনও বাকি আছে। এটি এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ এবং মাগুরার জনগণের জন্য করতে চাই। এটাই আমার উদ্দেশ্য ছিল এবং এখনও এটিই আমার উদ্দেশ্য। দেখা যাক আল্লাহ আমাকে কোথায় নিয়ে যায়।’