কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী প্রার্থী আমির হামজা অভিযোগ করেছেন, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে তিনি এই অভিযোগ জানিয়েছেন তার ফেসবুক ভেরিফায়েড পেজে।

আমির হামজা বলেন, “গতকাল থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে পোস্ট হচ্ছে। বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।” তিনি ফেসবুকে লিখেছেন, “আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত, ইনশা আল্লাহ। অনুরোধ রইল, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে শুরু করা ইনসাফের লড়াই চলতে থাকবে এবং আমার তিন শিশু কন্যাসন্তানকে দেখাশোনা করবেন।”

এদিকে ওয়াজ মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করার প্রতিবাদে আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল হয়েছে।কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল মোড় থেকে সকাল ১০:৩০টায় নারীদের ঝাড়ুমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলকারীরা ওয়াজ মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃতভাবে উল্লেখ করার প্রতিবাদ জানিয়ে আমির হামজার বিরুদ্ধে স্লোগান দেন।

জেলা বিএনপির সদস্যসচিব ও সদর আসনের প্রার্থী জাকির হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিক্ষুব্ধ নারীরা ঝাড়ুমিছিল করেছে, তবে কাদের ব্যানারে হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।”

সম্প্রতি আমির হামজার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে আমির হামজা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে প্রাণীর নামের সঙ্গে তুলনা করছেন। এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

তবে আমির হামজা দাবি করেছেন, আলোচিত বক্তৃতাটি ২০২৩ সালের। এটা নিয়ে তিনি ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews