ব্যবহারকারীদের অনলাইন প্রতারণা থেকে সুরক্ষা দিতে নতুন সতর্কতা ও শনাক্তকরণ টুল চালু করছে মেটা। হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে এ ফিচার ব্যবহারকারীদের সম্ভাব্য স্ক্যাম বা ভুয়া যোগাযোগ সম্পর্কে সতর্ক করবে।

মেটার তথ্যানুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৮০ লাখ ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, যেগুলোর বেশির ভাগই মিয়ানমার ও লাওসসহ বিভিন্ন দেশ থেকে পরিচালিত হচ্ছিল। এ ছাড়া ২১ হাজারেরও বেশি ভুয়া ফেসবুক পেজ সরানো হয়েছে, যা গ্রাহকসেবার ছদ্মবেশে ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহ করত। নতুন আপডেটে, হোয়াটসঅ্যাপে অপরিচিত ব্যক্তির সঙ্গে স্ক্রিন শেয়ার করলে সতর্কবার্তা দেখা যাবে, যাতে বলা হবে-‘শুধু বিশ্বস্ত ব্যক্তির সঙ্গেই স্ক্রিন শেয়ার করুন।’ কারণ, প্রতারকরা এভাবে ব্যাংক তথ্যসহ সংবেদনশীল ডেটা চুরি করে।

অন্যদিকে, মেসেঞ্জারে এআই-ভিত্তিক প্রতারণা শনাক্তকরণ টুল পরীক্ষাধীন রয়েছে। সন্দেহজনক বার্তা পেলে ব্যবহারকারী সতর্কবার্তা পাবেন এবং চাইলে তা বিশ্লেষণের জন্য মেটাকে পাঠাতে পারবেন। মেটা জানিয়েছে, শিগগিরই ফিচারগুলো বিশ্বব্যাপী চালু হবে।

বিডি প্রতিদিন/এমআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews