চীনে একটি ভবনের ১২ তলা থেকে পড়ে মারা গেছেন গ্যাবন ফরোয়ার্ড অ্যারন বোপেনজা। বুধবার গ্যাবনিজ ফুটবল ফেডারেশন ২৮ বছ বয়সী ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এই বছরের শুরুতে ঝেজিয়াং এফসিতে যোগ দেন বোপেনজা। ছয় ম্যাচে চার গোল করে দারুণ ফর্মে ছিলেন তিনি। তার আগে এমএলএস ক্লাব এফসি সিনসিনাত্তিকে  ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টার্স শিল্ড জেতান। ২০২৪ সালে ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় তার।

গ্যাবনের শীর্ষ ফুটবল সংস্থা এক বিবৃতি দিয়েছে, ‘২৮ বছর বয়সী বোপেনজা একজন সেরা স্ট্রাইকার হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন, যিনি ক্যামেরুনে (২০২২ সাল) আফ্রিকান নেশন্স কাপে দারুণ ছাপ রেখেছিলেন। এই কঠিন সময়ে গ্যাবনিজ ফুটবল তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।’

গণমাধ্যমের খবর, তার পড়ে যাওয়া নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা কিংবা হত্যা, সেই ব্যাপারে তদন্ত শুরু করেছে চীনের কর্তৃপক্ষ। তার মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

ফ্রান্স, তুরস্ক, কাতার ও সৌদি আরবে বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন বোপেনজা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews