দুজনই হকি খেলোয়াড়। স্টিক হাতে লড়াই করেন টার্ফে। খেলাতেই তাদের পরিচয়, যা পরিণয়ে রূপ পেল। এবার জীবনের টার্ফে যুগলবন্দি হলেন জাতীয় হকি দলের দুই খেলোয়াড় সোহানুর রহমান সবুজ ও তাসনিম আক্তার মিম।
শুক্রবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের পিঁড়িতে বসেন তারা। অনুষ্ঠান বিকেএসপিতে হওয়ায় হকি অঙ্গনের ছোটখাটো মিলনমেলাই হয়েছে। বৌ-ভাতের আনুষ্ঠানিকতার মধ্যেও হকি টার্ফে ছিলেন বর-কনে। দুজনই বল-স্টিক নিয়ে পোজ দিয়েছেন, যা যোগ করেছে ভিন্নমাত্রা।
বাংলাদেশ জাতীয় হকি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সোহানুর রহমান সবুজ। গত মৌসুমে প্রিমিয়ার বিভাগ হকি লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। শুধু গত লিগই নয়, সবুজ হকি লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলসংখ্যা ৪০ প্রায় ধরেই ফেলেছিলেন।
সবুজের স্ত্রী তাসনিম মিম ২০১৯ সালে সিঙ্গাপুরে অনূর্ধ্ব-২১ নারী দলে খেলেছেন। গত বছর জুনে অবশ্য ছিলেন না এএইচএফ অ-২১ দলে। এদিকে, বিয়ের পর খেলার বিষয়টি স্ত্রীর ওপর ছেড়ে দিয়েছেন সবুজ, ‘হকির মাধ্যমেই আমাদের পরিচয়। ফলে হকি খেলায় আমার কোনো বাধা নেই। সে যদি খেলতে চায় খেলবে।’ সবুজ ও মিমের সম্পর্ক তিন বছরেরও বেশি।