পারমাণবিক বোমার মালিক হওয়া থেকে ইরান খুব বেশি দূরে নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। 

তেহরান সফরের কয়েক ঘণ্টা আগে বুধবার ফরাসি সংবাদমাধ্যম লা মন্ডেকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।

রাফায়েল গ্রোসি বলেন, পারমাণবিক বোমার সক্ষমতা অর্জন থেকে এখনও একটু দূরে আছে ইরান। তবে তারা এটি অর্জন করা থেকে খুব বেশি দূরে নেই। আর এটা সবাইকে স্বীকার করে নিতে হবে।

গ্রোসি একটি ধাঁধার সঙ্গে পারমাণবিক অস্ত্রের বিকাশের তুলনা করে বলেছেন, ইরানের কাছে পারমাণবিক সরঞ্জামের অনেক টুকরো আছে এবং তারা শেষ পর্যন্ত একদিন সেগুলো একত্রিত করতে পারে।

বুধবার রাতে ইরান সফরে যাওয়ার কথা রয়েছে আইএইএর’ প্রধান রাফায়েল গ্রোসির। তেহরান সফরে গিয়ে সেখানকার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

২০১৫ সালে পাঁচ বিশ্ব শক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির পর থেকে তেহরানের পারমাণবিক কার্যক্রমে নজরদারি চালিয়ে আসছে আইএইএ। যদিও প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর ২০১৮ সালে ওই চুক্তি থেকে ওয়াশিংটনকে প্রত্যাহার করে নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক উদ্বেগের মাঝে ইরান সফরে যাচ্ছেন গ্রোসি।

২০১৯ সাল থেকে আইএইএর নেতৃত্বে রয়েছেন গ্রোসি। তিনি আশা প্রকাশ করে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির ঘিরে যেকোনও ধরনের নতুন কূটনৈতিক প্রচেষ্টায় অন্তর্ভুক্ত হবে আইএইএ। এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আস্থা ও যাচাই-বাছাই অপরিহার্য স্তম্ভ বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: লা মন্ডে, টাইমস অব ইসরায়েল, আল-আরাবিয়া, এএফপি

বিডি প্রতিদিন/একেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews