ঘুষ, অনিয়ম, দুর্নীতিসহ নানা অপকর্মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম বুধবার সারাদেশে একযোগে ৩৫টি সাব রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান চালিয়েছে। অভিযানে তাদের অনিয়ম ও দুর্নীতির তথ্য-প্রমাণ পাওয়া যায়। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
জানা গেছে, কোথাও কোথাও দুদকের অভিযোনের খবর শুনে সাব রেজিস্ট্রাররা পালিয়েছেন। টিমের সদস্যরা শিগগির তাদের প্রতিবেদন কমিশনে জমা দেবেন। পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
দিনাজপুরে হাতেনাতে টাকা উদ্ধার: দিনাজপুরের চিরিরবন্দর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযানের সময় একজন নকলনবিশের কাছ থেকে ২৪ হাজার টাকা এবং একজন অফিস সহকারীর কাছ থেকে সাড়ে ১১ হাজার টাকা হাতেনাতে উদ্ধার করা হয়। ওই টাকার বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারায় নকলনবিশকে সাময়িক বরখাস্ত এবং অফিস সহকারীর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা রেজিস্ট্রার টিমকে আশ্বস্ত করা হয়েছে।