জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল বারেককে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার নিজের আবেদনের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (২৮ জুলাই) দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, গত ২১ জুলাই পারিবারিক কারণে স্বীয় দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি চান অ্যাডভোকেট আব্দুল বারেক। এর পরিপ্রেক্ষিতে তাকে নিজ দায়িত্ব ও পদ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অব্যাহতি দেওয়া হলো।

এই অব্যাহতিপত্র আজ থেকে কার্যকর হবে বলেও জানানো হয়।

এনএস/এএমএ/জেআইএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews