ইরান,কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ভারতীয় সেনা ও বেসামরিক নাগরিকদের নাম উঠে আসছে একাধিক মামলায়।



সাম্প্রতিক সময়ে কাতারে সাবেক ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তাদের গ্রেপ্তার ও বিচার এই অভিযোগকে নতুন করে আন্তর্জাতিক আলোচনায় নিয়ে এসেছে। বিশেষ করে কাতারে সাবেক ভারতীয় নৌবাহিনীর আট কর্মকর্তার বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।



২০২২ সালে কাতারের গোয়েন্দা সংস্থার তদন্তের পর সামনে আসে। অভিযুক্তরা তখন কাতারের একটি বেসরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং দেশটির নৌবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বে ছিলেন।২০২৩ সালের অক্টোবরে কাতারের একটি আদালত ওই আট ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। 



পরবর্তীতে ভারতের কূটনৈতিক তৎপরতায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাদের মুক্তি দেওয়া হলেও, একজন কর্মকর্তা—পূর্ণেন্দু তিওয়ারির বিরুদ্ধে মামলা চলমান থাকায় তাকে কাতারেই থাকতে হয়। সম্প্রতি তাকে আবারও গ্রেপ্তার করা হয়েছে, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।



নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা একক নয়। অতীতেও ইরান, লেবানন ও উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের গোয়েন্দা তৎপরতার সঙ্গে যুক্ত হয়ে ভারতীয় পাসপোর্টধারী কিছু ব্যক্তি আটক বা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে।



মধ্যপ্রাচ্যে বিশ্লেষকদের মতে, ভারত ও ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক ও গোয়েন্দা সহযোগিতার প্রেক্ষাপটে মুসলিম অধ্যুষিত দেশগুলোতে এই ধরনের সন্দেহ ও নজরদারি বেড়েছে। বিশেষ করে সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি সহায়তা ও প্রতিরক্ষা পরামর্শক হিসেবে কর্মরত বিদেশি নাগরিকদের কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।



ভারত সরকার এসব অভিযোগকে বরাবরই অস্বীকার বা ‘বিচারাধীন বিষয়’ হিসেবে উল্লেখ করে এসেছে। তবে কাতারের মামলাগুলো প্রমাণ করেছে যে বিষয়টি শুধু কূটনৈতিক নয়, বরং আঞ্চলিক নিরাপত্তার জন্যও অত্যন্ত সংবেদনশীল।



ইরান ও উপসাগরীয় অঞ্চলের মুসলিম দেশগুলোতে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিকদের নাম উঠে আসা ভবিষ্যতে ভারতের কূটনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।বর্তমানে এসব মামলার চূড়ান্ত নিষ্পত্তি সংশ্লিষ্ট দেশগুলোর আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews