দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে ফেরায় উচ্ছ্বসিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। তাঁর আগমনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা প্রত্যাশার কথা তুলে ধরছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারা। এমনকি বাদ যাননি আওয়ামী লীগের ঘনিষ্ঠ তারকারাও।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগের আসামি ও ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি এক পোস্টে লিখেছেন, ‘স্বদেশে স্বাগতম তারেক রহমান! ১৮ বছর সুদীর্ঘ সময় এখন বাংলাদেশ আর তলা বিহীন ঝুড়ি নয়! শেখ হাসিনার উন্নয়নে বদলে যাওয়া বাংলাদেশে আপনাকে স্বাগতম! আপনাকে দেখেও মানুষ ভাবছে বদলে যাওয়া তারেক রহমান! আশা করি আপনিও উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশের মানুষের স্বস্তি ও শান্তির জন্যে কাজ করবেন।’

সবশেষে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে জ্যোতি লিখেছেন, ‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা! আজকের দিনটি প্রকৃত অর্থেই বাংলাদেশের জন্য বড় হয়ে উঠুক।’

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তারেক রহমান ও তার স্ত্রী-কন্যাকে বহনকারী বিমান সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে। বিমানবন্দর থেকে বের হয়ে ৩০০ ফিট সড়কে দলীয় আয়োজনে তার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews