ঢাকা জজশিপ বনাম ঢাকা বার অ্যাসোসিয়েশনের মধ্যে প্রীতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকা আইনজীবী সমিতির প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রথম দিনে অংশগ্রহণকারী আট দলের মধ্যে চার দল বিজয় লাভ করে সেমিফাইনালে পৌঁছে গেছে। আগামী রবিবার সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে ঢাকার জেলা দায়রা জজ হেলাল উদ্দিন, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরে আলম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম অনুষ্ঠানটির সঞ্চালনা করেন। অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. বোরহান উদ্দিন, সাবেক সভাপতি মহসিন মিয়া ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলমসহ বিভিন্ন আদালতের বিচারক, আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews