চীনের আনহুই প্রদেশের হুয়াইবেই শহরের এক ব্যক্তি তার সাবেক প্রেমিকাকে কয়েক দশক পর ১০ হাজার ইউয়ান (প্রায় ১,১০০ পাউন্ড) ফেরত দিতে গণমাধ্যমের দ্বারস্থ হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।

স্থানীয় জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‌‘শিয়াওলি হেল্পস ইউ’–এর সহায়তা চান ওই ব্যক্তি, যার নাম লি। এই অনুষ্ঠানটি সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে সাহায্য করার জন্য পরিচিত।

চীনা সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯৯১ সালে লি–এর বয়স ছিল ২৩ এবং তার সাবেক প্রেমিকার বয়স ২৫ বছর। ওই প্রেমিকা ছিলেন এক বিবাহবিচ্ছিন্ন নারী, যার একটি ছোট সন্তান ছিল। তারা একই প্রতিষ্ঠানে কাজ করতেন এবং ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, যা টিকে ছিল টানা আট বছর।

আরও পড়ুন

আরও পড়ুন

কেকের শেষ টুকরোতেই ভাঙল ২৫ বছরের দাম্পত্য

কেকের শেষ টুকরোতেই ভাঙল ২৫ বছরের দাম্পত্য

তাদের সম্পর্কের ইতি ঘটে যখন লি–এর বাবা ক্যান্সারে আক্রান্ত হন এবং বাবার আহ্বানে তিনি নিজ শহরে ফিরে যান।

২০০১ সালে ওই প্রেমিকা লি–কে নিজের ব্যবসা শুরু করতে সহায়তা হিসেবে ১০ হাজার ইউয়ান ধার দেন। কিন্তু পরে লি তার ফোন হারিয়ে ফেলেন এবং প্রেমিকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে তিনি টাকার দেনা শোধ করতে না পারার জন্য অনুতপ্ত ছিলেন।

টেলিভিশন অনুষ্ঠানে লি বলেন, ‘এই ঋণ বহু বছর ধরে আমার মনে বোঝা হয়ে আছে। আমি চাই প্রেমিকা এগিয়ে আসুক, যেন আমি আমার দায়িত্ব পালন করতে পারি।’

লি–এর স্ত্রীও তার এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং সাবেক প্রেমিকার খোঁজে গণমাধ্যমের সহায়তা নেওয়াকে সঠিক পদক্ষেপ হিসেবে দেখছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews