ভিডিও সম্পাদনার ঝামেলায় বিরক্ত? এবার শুধু একটি ছবি দিলেই তা থেকে মুভিং ভিডিও বানিয়ে দেবে ইউটিউব। জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি শর্টস ফিচারে নিয়ে এসেছে নতুন এআই টুল— ‘ইমেজ টু ভিডিও’। যা কয়েক সেকেন্ডেই একটি স্থিরচিত্রকে ৬ সেকেন্ডের একটি শর্টস ভিডিওতে রূপান্তর করতে পারবে।

এই টুলটি ফোনের গ্যালারি থেকে একটি ছবি নির্বাচন করলে স্বয়ংক্রিয়ভাবে সেটির সঙ্গে মানানসই কিছু কল্পনাপ্রবণ সাজেশন দেখাবে। একটি ক্লিকে সেই ছবি হয়ে উঠবে একটি চলমান ভিডিও, যাতে থাকবে মৃদু জুম, হালকা মুভমেন্ট, এমনকি পটভূমির সৃজনশীল পরিবর্তন।

ধরুন, আপনি একটি ট্রাফিক সিগনালের ছবি তুলেছেন। ইউটিউবের নতুন এআই সেটিকে এমনভাবে অ্যানিমেট করবে যেন সেই ছবিতে থাকা মানুষটি নাচছে!

শুধু তা-ই নয়, সাদামাটা কোনো ডুডল আঁকলেই ইউটিউব সেটিকে রূপ দেবে আকর্ষণীয় শিল্পকর্মে। একটি সাধারণ সেলফিকে দেখা যাবে এমন এক ভিডিওতে, যেখানে আপনি হয়তো পানিতে ভাসছেন বা কারও সঙ্গে খাবার খাচ্ছেন!

এই টুলের সঙ্গে আরও যুক্ত হয়েছে বেশ কিছু নতুন এআই ইফেক্ট। এগুলো ব্যবহার করা যাবে ইউটিউব শর্টসের ক্যামেরার ‘ইফেক্ট > এআই’ অপশনে।

বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এই ফিচার চালু হয়েছে। ইউটিউব জানিয়েছে, খুব শিগগিরই এটি আরও দেশে চালু করা হবে।

এছাড়া ইউটিউব চালু করেছে একটি আলাদা ‘এআই প্লে গ্রাউন্ড’। যেখানে থাকছে ভিডিও তৈরির জন্য প্রয়োজনীয় এআই টুল, উদাহরণ, রেডিমেড প্রম্পট ও নির্দেশিকা।

প্ল্যাটফর্মটি জানিয়েছে, চলতি বছরেই শর্টসে যুক্ত হবে তাদের পরবর্তী প্রজন্মের জেনারেটিভ ভিডিও মডেল ‘ভিওথ্রি’, যা অডিও-সহ ভিডিও তৈরি করতে পারবে।

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews