ঢাকা-৫ (ডেমরা ও যাত্রাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, সংগ্রাম ও ত্যাগের ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম মানুষের মাঝে বেঁচে থাকবে। তাঁর দেখানো পথেই দেশ গড়বেন তারেক রহমান। বেগম জিয়ার আদর্শই হবে আমাদের আগামীর চালিকাশক্তি।

রবিবার বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজধানীর যাত্রাবাড়ীতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

নবীউল্লাহ নবী বলেন, দেশের ও গণতন্ত্রের স্বার্থই ছিল বেগম খালেদা জিয়ার কাছে সর্বাগ্রে। শহীদ জিয়াউর রহমান যে গণতন্ত্রের মশাল বেগম জিয়ার হাতে দিয়েছিলেন, দেশনেত্রী তা তারেক রহমানের হাতে তুলে দিয়ে গেছেন। তাঁর নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়। এসময় জাসাসের আহ্বায়ক অভিনেতা হেলাল খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং যাত্রাবাড়ী থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন

বিডি প্রতিদিন/এমআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews